বগুড়া: ১৬ই ডিসেম্বরের মধ্যে বগুড়া পৌরসভাকে ‘সিটি করপোরেশন’ ঘোষণা করার কথা বলা হলেও সেটি আর হচ্ছে না। কারণ, সিটি কর্পোরেশন ঘোষণার আগে প্রাশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর অনুমোদন প্রয়োজন। কিন্তু রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত প্রাক নিকার কমিটির কোনো সভা হয়নি। ফলে জাতীয় সংসদ নির্বাচনের আগেও বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা নাও হতে পারে।
জানা যায়, পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তার সব আছে বগুড়া পৌরসভার। সিটি কর্পোরেশনের জন্য বছরে ৫ কোটি টাকা রাজস্ব আদায়ের শর্ত থাকলেও বগুড়া পৌরসভা বছরে ৪০ কোটি টাকা আয় করে। জনবলের দিক থেকেও শর্ত পূরণ করেছে বগুড়া। এছাড়া আয়তনের দিক থেকেও পৌরসভাটি অনেক বড়। শিল্পকারখানা, অবকাঠামোগত বিষয়ে বগুড়া সিটি করপোরেশন হওয়ার দিক থেকে অনেক এগিয়ে। চলতি বছরের গত ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বগুড়ায় আসেন। তিনি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সম্ভবতা যাচাই এবং বগুড়ার পৌরসভার গুরুত্বপূর্ন এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি বগুড়া শহরের সাতমাথায় সাংবাদিকদের বলেছিলেন, মহান বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন হচ্ছে।
তিনি আরও বলেছিলেন, বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়নের পথে। সরকারি রাজস্ব নিয়ে বহু আগেই সিটি করপোরেশন হওয়ার শর্ত পূরণ করেছে বগুড়া পৌরসভা। এজন্য সিটি করপোরেশন হওয়ার সকল যোগ্যতা রয়েছে।
এদিকে সিটি করপোরেশন হওয়ার জন্য প্রথমে প্রি-নিকার এবং পরে নিকার কমিটিতে অনুমোদন হবে। গত ২৭ আগস্ট প্রাক নিকার কমিটি গঠিত হলেও নতুন কমিটির সভা অনুষ্ঠিত হয়নি। এই কমিটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের সুপারিশ করবে। প্রাক নিকার কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) কমিটি তা অনুমোদন করবে। কিন্তু, রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত প্রাক নিকার ও নিকার কমিটির কোন সভা আহবান করা হয়নি।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে নিকার কমিটির সভা নাও হতে পারে। এজন্য হয়তো বা নির্বাচনের আগে সিটি করপোরেশন ঘোষণার সম্ভাবনা কম। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের মধ্যে সিটি করপোরেশন ঘোষণার কথা থাকলেও সেটি হচ্ছে না।