ঢাকা: রক্তদাতার সঠিক অবস্থান, অ্যাম্বুলেন্স ও ডাক্তারের সকল তথ্য এক অ্যাপে মুহূর্তের মধ্যে খুঁজে বের করার সুবির্ধাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান ‘আপন’ নামক এক অভিনব ওয়েব অ্যাপের উদ্ভাবন করেছেন।
জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতেই এই ওয়েব অ্যাপটি তৈরি করা হয়েছে জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাহাত জামান বিষয়টি সারাবাংলাকে জানান। এ সময় তিনি ওয়েব অ্যাপটির ফিচার বর্ণনা করেন।
রাহাত জামান বলেন, ‘‘আপন’ একটি ম্যাপ ভিত্তিক স্বাস্থ্য পরিসেবা ওয়েব অ্যাপ। এই ওয়েব অ্যাপে লগইন করার মাধ্যমে যে কেউ সহজেই সদস্য হতে পারবেন। রক্তের প্রয়োজন হলে নির্দিষ্ট রক্তের গ্রুপ লিখে সার্চ করলেই নিকটবর্তী ম্যাচিং ও এভেইলবল রক্তদাতাদের বিস্তারিত তথ্য সঙ্গে সঙ্গে প্রদর্শিত হবে। এতে রক্তদাতার অবস্থান ও কত কিলোমিটার দূরে তিনি রয়েছেন তাও জানা যাবে। ফলে সময়ের অপচয় কমবে এবং জরুরি মুহূর্তে দ্রুত ও কার্যকরভাবে রক্তের সন্ধান পাওয়া সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘অ্যাপটিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পূর্ণাঙ্গ তালিকা সংযুক্ত থাকবে। প্রয়োজন অনুযায়ী যে কোনো বিশেষজ্ঞের নাম বা বিভাগ সার্চ করলেই সংশ্লিষ্ট চিকিৎসকের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি চিকিৎসকদের রেটিং দেওয়ার সুবিধা থাকায় কোন ডাক্তার কতটা দক্ষ সে সম্পর্কে ব্যবহারকারীরা স্পষ্ট ধারণা পাবেন। একই সঙ্গে এই অ্যাপের মাধ্যমে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সেবার তথ্যও পাওয়া যাবে। কত দূরত্বে অ্যাম্বুলেন্স অবস্থান করছে এবং সেই অনুযায়ী কত টাকা চার্জ প্রযোজ্য হবে—এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখাবে, যা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।’
রাহাত জামান বলেন, ‘‘আমি চাই আমার দেশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজেই জরুরি সেবা পাবে। অনেক সময় রক্তের অভাবে জীবনও ঝুঁকির মুখে পড়ে। এই সমস্যা সমাধানের জন্যই আমি ‘আপন’ ওয়েব অ্যাপটি তৈরি করেছি।’’
ওয়েব অ্যাপ লিংকঃ https://apon.help