৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি পেয়েছিল বিজয়ের ভোর। আকাশে-বাতাস সেদিন উদ্বেলিত ছিল বিজয় উল্লাসে। পতপত করে উড়েছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা। সেই বিজয় ভোরের ৫৪ বছর পার হচ্ছে কাল। দিনটিকে স্মরণীয় কর রাখতে ঢাকার গুরুত্বপূর্ণ ভবন, সরকারি স্থাপনা ও সড়কে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। মরিচবাতিসহ নানা ধরনের আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল বিজয়গাথা। রাজধানী ঘুরে আলোজসজ্জার ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।