Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিব বাহিনীর গণহত্যার জবাবে পাকিস্তান সেনাবাহিনীর ক্র্যাকডাউন— জামায়াত নেতা নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ক্র্যাকডাউন করেছিল বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগর জামায়াতের যুবর‌্যালি পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। নগরীর দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যান থেকে ওই র‌্যালি বের হয়। বহদ্দারহাট মোড়ে গিয়ে তারা সমাবেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘৫৪ বছর ধরে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। ভারতের শিখিয়ে দেওয়া গল্প আমাদের গেলানো হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের সঠিক ইতিহাসও আমাদের জানানো হয়নি। আজকের দিনে ইতিহাসের কালো অধ্যায়গুলো উদ্ধার করতে হবে।’

বিজ্ঞাপন

‘মূলত ২৫ মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল। এই গণহত্যার প্রতিক্রিয়াস্বরূপ ২৫ মার্চে পাকিস্তান সেনাবাহিনী নামিয়ে ক্র্যাকডাউন করে দিয়েছিল। কিন্তু ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে শেখ মুজিবুর রহমান জেলখানায় আরামে দিন কাটিয়েছেন। সেই ইতিহাস আমাদের উদ্ধার করতে হবে।’

রাজনৈতিক শূন্যতা পূরণে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে এসেছিলেন মন্তব্য করে তিনি বলেন, ‘৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী এক সপ্তাহ যুদ্ধ করে আমাদের বিজয়ের নিয়ন্ত্রণ নেয় এবং ঢাকাসহ প্রধান সড়কগুলো দখলে নেয়। এরপর ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পনায় ১৪ ডিসেম্বর আমাদের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়।’

‘প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী বিজয়ের দিনে কোথায় ছিলেন ? আত্মসমর্পণ দলিলে তাকে কেন স্বাক্ষর করতে দেওয়া হয়নি ? আজ আমাদের এসব ইতিহাস জানতে হবে।’

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- নগর কমিটির সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, এস এম লুৎফর রহমান এবং ডা. আবু নাছের প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর