Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় রসুনের জমিতে মুরগি যাওয়ায় চাচাতো ভাইকে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০০:২৯

কুষ্টিয়া: জেলার সদর উপজেলায় রসুনের জমিতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুলের চাচাতো ভাই মহির হোসেনের রসুনের জমিতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মহির হোসেন ঘর থেকে একটি ফালা (দেশীয় ধারালো অস্ত্র) এনে হাফিজুলের ওপর পিছন দিক থেকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাফিজুলকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ‘পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
৩১ জানুয়ারি ২০২৬ ১০:৫৩

আরো

সম্পর্কিত খবর