Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

ফ্রান্স থেকে নজমুল হক
১৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৪২

ফ্রান্স: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মিশন উপপ্রধান কাজী এহছানুল হক পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম।

অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় মিশন উপপ্রধান কাজী এহছানুল হক শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বিজয় দিবস বাঙালির সংগ্রাম ও আত্মত্যাগের অনন্য প্রতীক। তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশগ্রহণের জন্য ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে শীত
১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

দূষিত শহরের তালিকার পঞ্চম ঢাকা
১৭ ডিসেম্বর ২০২৫ ১০:১৯

আরো

সম্পর্কিত খবর