Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য সেবা বিভাগের আরও ৩ কর্মকর্তা বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭

স্বাস্থ্য সেবা বিভাগ

ঢাকা: সচিবালয়ে আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত অপ্রীতিকর ঘটনার ধারাবাহিকতায় স্বাস্থ্য সেবা বিভাগের ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর সচিবালয়ের ভেতরে সংঘটিত ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলায় গত ১২ ডিসেম্বর ওই চারজন গ্রেফতার হন। তারা হলেন- শাহীন গোলাম রাব্বানী, বিকাশ চন্দ্র রায় এবং ইসলামুল হক। পরবর্তী সময়ে প্রশাসনিক কারণ দেখিয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বরের স্মারকের আলোকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাদের গ্রেফতারের তারিখ ১২ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন

সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭ জন বরখাস্ত হলেন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম কমলো
১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর