পিরোজপুর: মহান বিজয় দিবস উপলক্ষ্যে পিরোজপুরে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশলাইন্স ড্রিল শেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে তিনি উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় পুলিশ বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তাদের বর্ণনায় উঠে আসে দেশের স্বাধীনতা অর্জনের কঠিন সময়ের সাহসী লড়াই, ত্যাগ ও বীরত্বগাথা। উপস্থিত সকলেই গভীর মনোযোগের সঙ্গে সেই স্মৃতিচারণ শোনেন।
বক্তব্য পর্ব শেষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ, পিরোজপুর জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের অবদান স্মরণ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।