Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকোর্টের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে সারাদেশের সব আদালতগুলোতে নিরাপত্তা বাড়াতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাইকোর্ট বিভাগ।

বুধবার (১৭ ডিসেম্বর) এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়।

বিজ্ঞাপন

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অধস্তন আদালতগুলোতে নিরাপত্তা জোরদারকরণ ও প্রয়োজনীয় নিরাপত্তা বিধান গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক ওই স্মারকে বলা হয়, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অধস্তন আদালতগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হয়ে থাকে। বর্তমান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে (এজলাস কক্ষে) আইনজীবী ব্যতিত বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশাধিকার সীমিত/নিয়ন্ত্রিত করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ওই সিদ্ধান্তের আলোকে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অধস্তন আদালতগুলোতে-(ক) আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ, (খ) বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের গতিবিধি তদারকি, (গ) আদালত এলাকায় যেকোনো প্রকার সমাবেশ, মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহন রোধ, (ঘ) বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা জোরদারকরণ, (ঙ) পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারকরণসহ প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করা অত্যন্ত জরুরি।

চিঠিতে আরও বলা হয়েছে, তাই, দেশের অধস্তন আদালতগুলোতে বিচারকার্য নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ও এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর