Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে দুই দিনব্যাপী- ১ ও ২ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আয়োজন করা হবে। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।

সভাপতি মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ভোটার তালিকা প্রস্তুতের কাজ আইনজীবী সমিতির পক্ষ থেকেই সম্পন্ন করা হবে। এছাড়া আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর