ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)-এর সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। এছাড়া ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিমও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানিয়েছেন, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
এ ঘটনায় রাজনৈতিক মহলসহ দেশের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।