Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের প্রত্যাবর্তনে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:২৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০০:২৭

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বরের দেশে প্রত্যাবর্তনের জন্য ঢাকায় নেতাকর্মীদের আগমনের সুবিধার্থে বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বগি রিজার্ভ চেয়েছে দলটি।

এই চিঠি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেল মন্ত্রণালয়কে পাঠিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ঢাকায় পৌঁছাবেন এবং তাদের সুবিধার্থে ২৪ ডিসেম্বর রাতের জন্য বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য প্রতিটি রুটে একটি করে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভ করার আবেদন করা হয়েছে।

এর আগে ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান ঘোষণা করেছিলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর আমি বাংলাদেশে যাচ্ছি।’

তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন এবং সেখানে থেকেই দল পরিচালনা করছেন। ১/১১’র সরকার এবং পরবর্তী সময়ের বিভিন্ন সরকার তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে; এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন।

সারাবাংলা/এফএন/এসএস