ঢাকা: জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এনসিপি’র এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি’র ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ সাইবার বুলিং, প্রাণনাশের হুমকি ও মানসিক চাপের মুখে ছিলেন। মৃত্যুর আগে এসব হুমকির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, মোবাইল নম্বর ও প্রমাণাদি গত ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করে দলটি।
এনসিপির মতে, লাগাতার হুমকি ও মানসিক নির্যাতনই রুমীর মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। বিবৃতিতে বলা হয়, একজন নারী রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনীতির জন্য হুমকিস্বরূপ।