Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্তের বদলা চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৫

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ‘রক্তের বদলা চাই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “রক্তের বদলা চাই। WE ARE HADI (আমরা সকলেই হাদি)।”

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যুর পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এ মন্তব্য করেন এনসিপির এই শীর্ষ নেতা।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর