Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯

কোলাজ ছবি: সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ শোক প্রকাশ করে।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হলে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

দেশের পথে ওসমান হাদির মরদেহ
১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯

আরো

সম্পর্কিত খবর