Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিলেন হাদি: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য (স্বতন্ত্র) সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, অকুতোভয় দেশপ্রেমিক। অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি প্রতিবাদের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাদি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওসমান হাদি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। দল-মত-ধর্ম নির্বিশেষে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য লড়াই জারি রাখতে হবে।

নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, আমি শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তার লড়াইয়ের সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য করণীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। হত্যাকারীরা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে, সেই দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে এবং দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার এবং উদীচীতে যে ‘ন্যক্কারজনক’ বর্বরতা চালানো হয়েছে- তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মান্না বলেন, ওসমান হাদির লড়াই ছিল একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার। তিনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে সংগ্রাম করেছেন।

যারা মব উসকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, তাদের দুরভিসন্ধি রুখে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ওসমান হাদির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমাদের শান্ত থাকতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান
১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০

আরো

সম্পর্কিত খবর