Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বিশ্ব মেডিটেশন দিবস পালন

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩

এতে তিন শতাধিক মানুষ অংশ নেন।

বগুড়া: জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষ্যে বগুড়ায় ধ্যান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার আয়োজনে শহরের পৌর এডওয়ার্ড পার্কের পৌর জগিং সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে বিভিন্ন বয়স ও পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।

এ বছর বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিল ‘মন ভালো তো সব ভালো’, যা মানুষের মানসিক সুস্থতা ও ইতিবাচক জীবনচর্চার গুরুত্বকে তুলে ধরে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একযোগে ধ্যান করার পাশাপাশি প্রত্যয়ন বাক্য পাঠ করেন—‘ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব’ এবং ‘ভালো মানুষ, ভালো দেশ—স্বর্গভূমি বাংলাদেশ।’

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, জাতিসংঘ গত বছর ২১ ডিসেম্বরকে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ হিসেবে ঘোষণা করে, যার মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ধ্যানের ভূমিকা তুলে ধরা।

বক্তারা বলেন, ‘আধুনিক জীবনের অতিরিক্ত চাপ, উদ্বেগ, হতাশা ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে মেডিটেশন একটি কার্যকর ও প্রমাণিত পদ্ধতি। নিয়মিত ধ্যান মানুষের মনোযোগ বৃদ্ধি করে, চিন্তার স্পষ্টতা আনে, রাগ ও নেতিবাচক অনুভূতি নিয়ন্ত্রণে সহায়তা করে। একইসঙ্গে এটি উচ্চ রক্তচাপ, অনিদ্রা, মানসিক চাপজনিত বিভিন্ন সমস্যার ঝুঁকি কমাতেও সহায়ক ভূমিকা রাখে।’

তারা আরও বলেন, ‘ধ্যান কেবল ব্যক্তিগত উন্নয়নেই নয়, পরিবার ও সমাজ জীবনে সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সচেতন ও শান্ত মানুষই একটি সুন্দর সমাজ ও দেশ গঠনের ভিত্তি হতে পারে।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সম্মানিত মোমেন্টিয়ার আব্দুল মোমিন মুকুল বলেন, ‘নিয়মিত মেডিটেশন মানুষকে আত্মসচেতন করে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে।’ তিনি সবাইকে দৈনন্দিন জীবনে ধ্যানচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরও বগুড়ায় বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষ্যে সফলভাবে ধ্যান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এ বছরও তার ধারাবাহিকতায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে এ আয়োজন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর