ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র রুমান (১৫) মারা গেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে ছুরিকাঘাতে আহত হয়েছিল।
নিহত রুমানের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার মজিদ ফকির কান্দি গ্রামে। বর্তমানে কামরাঙ্গিরচড় পূর্ব রসুলপুর ৮ নম্বর গলিতে পরিবারের সঙ্গে থাকতো। বাবা জালাল ফকির রিকশাচালাক। রুমান স্থানীয় সান লাইট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণিতে পড়ত।
কামরাঙ্গিরচড় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার রাতে কামরাঙ্গীরচর পুর্ব রসুলপুর ৭ নম্বর গলির রঞ্জুর বাড়ির সামনে সিনিয়র জুনিয়র নিয়ে সাইফুল ইসলাম সাগর ওরফে অমিম (১৯) রুমানের বুকে ও হাতে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল নিয়ে আসে। রুমানের আইসিইউ প্রয়োজন হওয়ায় তাকে মগবাজার এ-ওয়ান হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যায়।
এসআই আরও জানান, ঘটনার পরদিন রুমানের বাবা রিকশাচালক জালাল ফকির থানায় হত্যা চেষ্টার মামালা করেন। সেইদিনই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম সাগর ওরফে অমিমকে(১৯) গ্রেফতার করা হয়। মামালাটি এখন হত্যা মামালায় রূপান্তরিত হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।