Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিপুরে কুকুরছানা পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮

মর্মান্তিক মৃত্যুর শিকার দুই কুকুরছানা। ছবি : সারাবাংলা

পটুয়াখালী: মৎস্য বন্দর মহিপুরের লতাচাপলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মম্বিপাড়া (সাধুর ব্রিজ) আশ্রয়ণ এলাকায় দুইটি কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এসময় অপর দুটি বাচ্চাকে পিটিয়ে গুরুত্বর আহত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরছানাগুলো সকালে একটি বাড়ির মুরগির বাচ্চা খাওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সোনিয়া নামের এক নারী লাঠি দিয়ে পিটিয়ে দুইটি কুকুরছানাকে হত্যা করেন। অভিযুক্ত সোনিয়া ওই এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ে এবং শামসুন্নাহারের সন্তান।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ফাতিমা বলেন, নিরীহ প্রাণীর ওপর এভাবে নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

অপর আরেক বাসিন্দা সত্তার হাওলাদার বলেন, মুরগি খেয়েছে বলেই প্রাণীকে পিটিয়ে মারা— এটা অমানবিক। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

এবিষয়ে এ্যানিমেল লাভারস সংগঠনের সদস্য কেএম বাচ্চু বলেন, ‘প্রাণীর ওপর এ ধরনের বর্বরতা সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর বার্তা দেয়। আমরা চাই দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।’

এবিষয়ে অভিযুক্ত সোনিয়া বেগম বলেন, ‘আমার দুটি মুরগির বাচ্চা খেয়ে ফেলায় আমি রাগে পিটিয়ে মেরে ফেলেছি। এর আগেও আমার মুরগির অনেক বাচ্চা খেয়েছে।’

এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ প্রসঙ্গে ওসির সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ ইনচাজ (ওসি) মো.মহব্বত খান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

বিপিএলে রাজশাহীর অধিনায়ক শান্ত
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২

আরো

সম্পর্কিত খবর