Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনিমাস হোল্ডিংসের সফলতার ১৬ বছর উদযাপন

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬

ঢাকা: ‎বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের সফলতার ১৬ বছরপূর্তি।

‎সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড দীর্ঘ ১৬ বছর ধরে গ্রাহক ও অংশীদারদের আস্থা অর্জন করে চলেছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎বিশেষ এই দিনে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড তাদের সব নিবেদিত কর্মী, সম্মানিত গ্রাহক, সরবরাহকারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা ছাড়া এই দীর্ঘ পথচলা সম্ভব হতো না। গুণগত মান, পেশাদারিত্ব ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আবাসন খাতে নিজেদের অবস্থান সুসংহত করেছে।

‎এ উপলক্ষ্যে ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের একজন মুখপাত্র বলেন, ‘আমরা অত্যন্ত উচ্ছ্বসিত যে, ১৬ বছর ধরে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি। আমাদের লক্ষ্য কেবল ব্যবসায়িক সাফল্য অর্জন নয়, বরং দেশের টেকসই অগ্রগতিতে অবদান রাখা। আগামী দিনেও আমরা উদ্ভাবনী সমাধান নিয়ে এগিয়ে যেতে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস