Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমকির মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২১:২৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২২:০০

ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। প্রথমে তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হয়। এরপর দুপুর ১২টার দিকে প্রতিবাদ মিছিল বের করে তারা। শহরের বিভিন্ন অংশ ঘুরে সে মিছিল পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-দিল্লির পর আগরতলাতেও বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত

ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুলের সঙ্গে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সেই সাইনবোর্ড।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশ বাহিনী ভিসা সেন্টার ঘিরে ফেলে। এদিন উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচির জেরে আগে থেকেই বন্ধ করে দেওয়া হয় ভিসা সেন্টার। তারপরেও সংগঠন দুটির তরফে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা সেন্টারে পুলিশের সঙ্গে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় যতদিন বাংলাদেশের হিন্দু ও হিন্দুদের মন্দিরের সুরক্ষিত না থাকবে ততদিন বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেওয়া হয় ভিসা সেন্টারে কর্তব্যরত কর্মীদের।

এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর