Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় এনসিপির নেতাকে গুলির ঘটনায় নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৯:৫০

আটক তনিমা তন্বী

খুলনা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর ডিবির অফিসার ইন চার্জ (ওসি) তৈমুর ইসলাম।

আটক নারীর নাম তনিমা তন্বী। পুলিশ তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি।

এর আগে সোমবার বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে মহানগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ১০৯ মুক্তা হাউজের নিচতলায় তন্বীর বাসায় মোতালেব গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর থেকেই তন্বীর নাম আলোচনায় আসে।

বিজ্ঞাপন

এদিকে যে কক্ষে মোতালেব গুলিবিদ্ধ হয়েছিলেন পুলিশ সেই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, মদের বোতল উদ্ধার করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর