Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ব বগুড়ার ত্রাস ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার

স্পেশাল করেসপডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫

ছাত্রলীগ নেতা মো. সজিব। ছবি: সারাবাংলা

বগুড়া: পূর্ব বগুড়ার ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির নেতা সন্ত্রাসীদের গডফাদার মো. সজিবকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতার সজিব বগুড়া সদরের সাবগ্রাম এলাকার চক আলম গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে। সোমবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার করা সজিবের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, সজিব পূর্ব বগুড়া এলাকার ত্রাস ছিল। ভাংচুর, নাশকতা ও অগ্নিসংযোগসহ নানা অপরাধ করতেন সজিব। তিনি সাবগ্রামসহ চক আলম এলাকার মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করতেন। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নানা প্রকার ভয়ভীতি দেখানো হতো। এমনকি তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিতেন সজিব। ছাত্রলীগের সাবেক এই নেতা গ্রেফতার হওয়ায় খামারকান্দি, চক আলম ও ছাতিয়ানতলা এলাকায় মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

সাবগ্রাম এলাকার ব্যবসায়ী মোখলেছুর রহমান মুক্তার জানান, সজিব সাবগ্রাম এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করত। তার একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে মানুষদের ট্যাপে ফেলে চাঁদা আদায় করত। তাকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেফতার করা সজিবকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর