Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর-১ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির চুন্নু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫

মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপি নেতা মো. আলী আকবর চুন্নু। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুর-১ (সদর-ইন্দুরকানী-নাজিরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. আলী আকবর চুন্নু।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি পিরোজপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এবিষয়ে আলী আকবর চুন্নু বলেন, ‘এখনো পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত হয়নি। তবে দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি নির্বাচনে অংশ নেবেন। আর যদি মনোনয়ন না পান, তাহলে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ধানের শীষ প্রতীক পাওয়া প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পিরোজপুর-১ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ধানের শীষ উপহার দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ অতীতে পিরোজপুরের অধিকাংশ সংসদ সদস্য ও মন্ত্রী সদর উপজেলার বাইরের এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। সে কারণে এবার সদর উপজেলা থেকে প্রার্থী ঘোষণা হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন চূড়ান্ত না হলেও দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা।

বিজ্ঞাপন

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২

আরো

সম্পর্কিত খবর