কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে যৌতুকের দাবিতে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। প্রেমের টানে পরিবারের অগোচরে তাদের বিয়ে হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক রূপ নেয় অভিশাপে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার (২০) ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল মাঝির মেয়ে। অভিযুক্ত স্বামী কুদ্দুস রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরিবারের অজান্তে বিয়ে করেন তানজিনা ও রুবেল। বিয়ের এক বছর না যেতেই তাদের দাম্পত্য জীবনে শুরু হয় কলহ। চার লাখ টাকা যৌতুকের দাবিতে রুবেল নিয়মিতভাবে তানজিনার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ পরিবারের।
নির্যাতন সহ্য করতে না পেরে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনার চার দিন আগে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তানজিনা।
মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে বাবার বাড়িতে ফেরার পথে গোমতী নদীর ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে আগে থেকে রাস্তার পাশে লুকিয়ে থাকা রুবেল ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রবল তানজিনাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত কুদ্দুস রুবেলকে আটক করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।