Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটের জন্য আরও কয়েকটি আসন ছেড়ে দিল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫

বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন।

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোটের জন্য আরও কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন রাশেদ খান এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি।

এ ছাড়া সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসনে প্রার্থী করা হয়েছে। কুমিল্লা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন ড. রেদোয়ান আহমেদ, পিরোজপুর-১ আসনে মোস্তফা জামান হায়দার।

বিজ্ঞাপন

জোটগতভাবে যশোর-৫ আসনে ইসলামী ঐক্য জোটের প্রার্থী হিসেবে মুফতি রশীদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অপরদিকে নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও আসনে চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

সারাবাংলা/এফএন/ইআ