Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ১১টি আসনে ৮৬টি মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫

মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা।

কুমিল্লা: তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লায় ১১টি আসনে মোট ৮৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে এ পর্যন্ত ৮৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। এছাড়া সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম – মনোহরগঞ্জ) আসন থেকে। কোথাও কোথাও একই আসনের ভিন্ন উপজেলা থেকে একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, এখনো পর্যন্ত বিএনপি থেকে সর্বাধিক ২৬টি মনোনয়ন সংগ্রহ হয়েছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১টি, এনসিপির ২টি, ইসালামী আন্দোলন বাংলাদেশের ৫টি, জাতীয়তাবাদী কৃষক দলের ১টি, খেলাফত মজলিসের ৫টি, বাংলাদেশ খেলাফত মজলিসের ২টি, এলডিপির ১টি, বাংলাদেশ কংগ্রেসের ১টি, গণফ্রন্টের ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ১টি, গণ অধিকার পরিষদের ২টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ১টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২টি, এনসিপির ১টি, জেএসডির ২টি, জাতীয় পার্টির ২টি, বাসদের ১টি, আমজনতা দলের ১টি, বৃহত্তর সুন্নি জোটের ১টি, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের ১টি এবং স্বতন্ত্র হিসেবে ১৪টি মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি। প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন।

মু. রেজা হাসান বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। এখন পর্যন্ত কোথাও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রম নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর