Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ২৩:১০

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

ঢাকা: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিচ্ছেন। বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের পর তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।

আবু হানিফ বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপির সদস্য পদ নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

তিনি আরও জানান, রাশেদ খাঁনের পদত্যাগের পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

গণঅধিকারের একটি সূত্র বলছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছেন ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছেন। গণঅধিকার পরিষদও নির্বাচনে জয়ের কৌশলে হিসেবে ইতোমধ্যে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছেন।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে যোগ দিতে পারেন রাশেদ খাঁন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনের জয়ের কৌশল হিসেবে আমরা পার্টি থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর