নিজের ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য পুরস্কার। ২০২৫ সালের শেষপ্রান্তে এসে লিওনেল মেসির মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। ফরাসি ভাষার কানাডীয় গণমাধ্যম লে জার্নাল কুইবেক ঘোষণা করেছে, ২১ শতকের প্রথম ২৫ বছরের সেরা ক্রীড়াবিদ মেসি। মেসির সঙ্গে শীর্ষ ১০ এ আছেন কারা?
ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল, মেসির সাফল্য রয়েছে সবখানেই। অভিষেকের পর থেকে বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে জিতেছেন রেকর্ড সংখ্যক ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার। বহু অধরা বিশ্বকাপ শিরোপাও জেতা হয়েছে গেছে তার। রেকর্ড ৮ বার ব্যালন ডি অরও উঁচিয়ে ধরেছেন মেসি।
আর্জেন্টিনা ও বার্সার হয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি ৩৮ এ পা দিয়েছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে লে জার্নাল কুইবেকের শীর্ষ ১০ ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন তিনি।
মেসির পরেই এই তালিকায় আছেন আমেরিকার ফুটবল এর সবচেয়ে বড় তারকা টম ব্র্যাডি। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের হয়ে ২০ বছর এবং টাম্পা বে বুকানিয়ার্সের হয়ে তিন বছরে তিনি জিতেছেন সাতটি সুপার বোল। তার আগে কোনো কোয়ার্টারব্যাক চারটির বেশি জেতেননি।
তালিকার তিনে আছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে তিনি জিতেছেন ২৮টি অলিম্পিক পদক, যার মধ্যে ২৩টিই সোনা।
২০০৮ বেইজিং অলিম্পিকে ফেলপসের আটটি সোনা সব খেলাধুলা মিলিয়েই অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ। ওই আসরেই তিনি গড়েছিলেন সাতটি বিশ্ব রেকর্ড।
তালিকার ৪ এ আছেন টেনিস কিংবদন্তি সেনেরা উইলিয়ামস। এরপর আছেন অ্যাথলেট উসাইন বোল্ট, বাস্কেটবল তারকা লেব্রন জেমস, টেনিস তারকা নোভাক জোকোভিচ, জিমন্যাস্ট তারকা সিমোন বাইলস, বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান ও মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।