Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১০:২৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১০:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এরমধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচিও রয়েছে। আজ সকাল ১১টার দিকে গুলশানে বাসা থেকে বের হয়ে প্রথমে ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন তিনি।

এ ছাড়াও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কর্মসূচিও রয়েছে তার।

ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

বিজ্ঞাপন

এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) পিতা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর