সিলেট: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েতপ্রবাসী জামাল হোসেন (৫০) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৫)। জানা গেছে, নিহত জামাল গত বছর কুয়েত থেকে দেশে ফেরেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল হোসেনের বাড়ির পাশের ফসলি জমিতে পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা জড়িত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান,‘নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’