Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র সহজ করল ইসি, আয়কর তথ্য ঐচ্ছিক: ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২০:২৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:২৯

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ ও গণভোটে প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় প্রার্থী উপর নির্ভরশীল ব্যক্তিদের আয়করের তথ্য দেওয়া ঐচ্ছিক হিসাবে বিবেচিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্রে প্রার্থীর স্বামী বা স্ত্রী এবং সন্তানসহ নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দেয়া বাধ্যতামূলক নয়। ইতোমধ্যে সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন-এর সই করা এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরমের কতিপয় বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করেছে।

বিজ্ঞাপন

(১) হলফনামার ক্রম ৬ ও ৭ এ বর্ণিত সম্পূর্ণভাবে নির্ভরশীলদের আয়ের উৎস এবং সম্পত্তি ও দায়ের বিবরণী সন্নিবেশ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর (৩০)(চ) এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় তা সন্নিবেশের আবশ্যকতা রয়েছে।

(২) উল্লিখিত হলফনামার ক্রম ১০ এ আয়কর সংক্রান্ত তথা: (ক) সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে প্রদত্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪ এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথা প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে।

বর্ণিতাবস্থায়, সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদানও করেছে সংস্থাটি।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের উদ্বেগ বুঝতে পেরে বিষয়টি স্পষ্ট করতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে কমিশন।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর