Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-১ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্পেশাল করেসপডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) পৃথক সময়ে তারা উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন।

এদিন দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন।

বিজ্ঞাপন

একই দিন বিকেল ৩টায় জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সহকারী রিটার্নিং কর্মকর্তাও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন আসন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ ইকবাল হোসেন, সোনাতলা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফজলুল করিম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ কাজী জহুরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/জিজি