Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে গোয়ালন্দ বাজারে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১১:১৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:৩৫

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে অগ্নিকাণ্ডে ক্রোকারিজ মার্কেটের তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তঃত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. খোকন মণ্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান।

জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মো. খোকন মণ্ডলের ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ও রাজবাড়ীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ক্রোকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মত তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। বাড়িতে যাওয়ার পর দোকানে আগুন লেগেছে বলে জানতে পারি। দ্রুত বাজারে এসে চোখের সামনে দোকানের সর্বস্ব পুরে ছাই হতে দেখি। তিনি দাবি করেন, নগদ টাকা ও মালামালসহ আমাদের ৩ দোকানের অন্তঃত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে ৩ জন ক্রোকারিজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দেওয়া পানিতে পাশের চাল বাজারের বিভিন্ন দোকানের চাল ভিজে নষ্ট হয়েছে বলে জানতে পেরেছি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর