Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জানাজায় জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাযা রাজধানী ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত এই জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

জানাযায় অংশগ্রহণকারী অন্য সদস্যগণ হলেন নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪০দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় ইন্তেকাল করেন। বুধবার (৩১ ডিসেম্বর) জানাযা শেষে শেরে বাংলা নগরে শহিদ জিয়ার কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১
৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর