Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ২০:২২

ঢাকা: একীভূত ৫ ব্যাংকের গ্রাহকেরা বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে টাকা ফেরত পাবেন। তবে প্রথম পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। যেকোনো সময় এ টাকা তুলতে পারবেন। আর চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সাত লাখ টাকা তোলা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পাঁচটি ব্যাংকের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত এখন সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরিত হয়েছে। সংশ্লিষ্ট অধ্যাদেশ অনুযায়ী প্রতি আমানতকারীর ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত। প্রাথমিকভাবে আমানতকারীরা টাকা উত্তোলনের সুবিধা পাবেন। এই ৫ ব্যাংকের আমানতকারীদের ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দিতে প্রায় ১২ লাখ কোটি টাকা লাগবে। সেই হিসেব অনুযায়ী আমানত বিমান ৮ হাজার ২০০ কোটি টাকাসহ মোট সাড়ে ১২ হাজার কোটি টাকা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ছাড় করেছে। অতিরিক্ত টাকা কিডনি ও ক্যানসার রোগে আক্রান্ত আমানতকারীদের পরিস্থিতি বুঝে অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধের জন্য রাখা হয়েছে। আর আজ ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডের কারণে কোনো লেনদেন হয়নি। সে জন্য আজ কার্যদিবস হিসাবে বৃহস্পতিবার থেকে টাকা উত্তোলনের সুযোগ মিলবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, টাকা উত্তোলনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যক্তি আমানতকারীরা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি আমানত পাঁচ বছর মেয়াদিতে রূপান্তর হবে। যেখানে ব্যাংক রেটের তুলনায় ১ শতাংশ কম তথা ৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। আর ব্যক্তির ক্ষেত্রে দুই বছর পর সব টাকা তুলতে পারবেন। অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, বহুজাতিক কোম্পানি, রেজ্যুলেশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে। চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও তিনবার নবায়নের পর তোলা যাবে। আর ছয় মাস থেকে এক বছর মেয়াদি দুবার নবায়নের পর তোলা যাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের গ্রাহকেরা আজ টাকা পাবেন। ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তবে কেউ না চাইলে টাকা তোলার প্রয়োজন হবে না। ব্যাংকে টাকা রাখলে মুনাফা পাবেন সংশ্লিষ্ট আমানতকারী।

জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকার মধ্যে সরকার কর্তৃক ২০,০০০ কোটি টাকা প্রদান করা হয়েছে। বাকি ১৫,০০০ কোটি টাকা ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির স্থায়ী আমানত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তর করা হবে। বিমার আওতায় ৮ হাজার ২০০ কোটি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিলের টাকাসহ মোট সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যাংকটির হিসাবে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর