Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২৩:৩২

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত – ছবি : সংগৃহীত

ফরিদপুর: জেলায় ট্রাক ও থ্রিহুইলার নসিমনের মুখোমুখি ধাক্কায় নসিমনের চালক নিহত, অপর আরোহী আহত হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-দৌলতদিয়া-খুলনা মহাসড়কের শহরতলী ধুলদী রেল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ধুলদী রেল গেট এলাকার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা ফরিদপুর শহরগামী থ্রিহুইলার নসিমনের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই নসিমন চালকের মৃত্যু হয়। সেসময় নসিমনের অপর আরোহী আহত হয়। ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর