Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপি সিলিন্ডারের দাম বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৬:০২ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮

-ছবি : সংগৃহীত

ঢাকা: জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ এক হাজার ৩০৬ টাকা। বর্তমানে এর মূল্য হচ্ছে ১ হাজার ২৫৩ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ৫৩ টাকা।

রোববার (৪ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা ৬টা থেকে এ নতুন মূল্য কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে দুই টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম এক টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

তবে সরকার নির্ধারিত দামে বাজারে মিলে না এলপিজি। সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়িয়ে দুই হাজার টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অনেক এলাকায় এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবার এই বাড়তি দামেও অনেক এলাকায় সিলিন্ডার মিলছে না বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর