Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআরসি’র ‘অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণে অর্থ উপদেষ্টার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ২০:১৪

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – ছবি : সংগৃহীত

ঢাকা: ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর ‘অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ বিভাগ ও এফআরসি-কে নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের অর্থনীতিতে এফআরসি এর ভূমিকা বিষয়ক এক সেমিনারে তিনি এ নির্দেশ দেন। সেমিনারে ‘এফআরসি অ্যান্ড ইকোনমিক গভর্ন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে অর্থ উপদেষ্টা পাঁচটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এগুলো হচ্ছে-

বিজ্ঞাপন

৫৭ জন কর্মকর্তা/কর্মচারীর নিয়োগ দ্রুত সম্পন্নকরণ;

এফআরসি এর ০৪ (চার) টি বিধিমালা জারীকরণে প্রয়োজনীয় ব্যবন্থা গ্রহণ;

এফআরসি এর আটোমেশনের জন্য কর্মসূচী অনুমোদন ও বাস্তবায়ন;

আর্ন্তজাতিক মানদন্ড নির্ধারণী প্রতিষ্ঠান যেমন: আইএফআরএস ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব একাউন্টেন্টস, এক্সবিআরএল ইন্টারন্যাশনাল ইন্ক, এশিয়ান ‍ওশেনিয়ান স্ট্যান্ডার্ডস সেটার্স গ্রুপ, ইন্টারন্যাশনাল ফোরাম অব একাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার্স, একাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস সদস্যপদ গ্রহণ,নবায়ন ও পরবর্তীতে এতদ্‌সংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় সহায়তা প্রদান; এবং

আর্ন্তজাতিক সংস্থাসমূহের সাথে জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সভা আয়োজন ও সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত সহায়তা প্রদান।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর