Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি লেবার পার্টির

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৪:৪৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: ১২ কেজি এলপি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। ই সিদ্ধান্তকে হঠকারী, গণবিরোধী ও অমানবিক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

সোমবার(৫ জানুয়ারি) লেবার পার্টির দফতর সম্পাদক মিরাজ খান-এর সই করা এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ১২ কেজি এলপি গ্যাসের দাম একলাফে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করায় প্রমাণ করে- সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো জনগণের বাস্তব জীবনযাত্রার কোনো হিসাব রাখছে না। দেশে যখন দ্রব্যমূল্যের চাপে মানুষ দিশেহারা, তখন এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর নতুন করে বোঝা চাপানোর শামিল।

বিজ্ঞাপন

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, এলপি গ্যাস কোনো বিলাসী পণ্য নয়, এটি মানুষের ন্যূনতম জীবনযাপনের অপরিহার্য উপকরণ। অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার অজুহাতে দেশে একতরফাভাবে দাম বাড়ানো হলেও দাম কমানোর ক্ষেত্রে কোনো আন্তরিকতা দেখা যায় না। এতে স্পষ্ট-জ্বালানি খাত সিন্ডিকেট ও কর্পোরেট লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণে।

ডা. ইরান অভিযোগ করে বলেন, এই মূল্যবৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বস্তিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। রান্নার গ্যাসের বাড়তি খরচ শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে প্রভাব ফেলবে, যা জনজীবনকে আরও অসহনীয় করে তুলবে।

তিনি বলেন, অবিলম্বে জানুয়ারি মাসে ঘোষিত এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে, ভোক্তাবান্ধব ও বাস্তবসম্মত মূল্য নির্ধারণ নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় লেবার পার্টি শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর