বিগত কয়েক বছরে ক্রিকেট মাঠে আম্পায়ার হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপেও আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে তার। তবে বিশ্বকাপের ঠিক আগে মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় জটিলতার মুখে পড়েছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের অংশ নেওয়াও।
একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে আছেন সৈকত। গত দুই বছরে বিশ্বকাপসহ বড় সব আইসিসি ইভেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই হিসেবে এবারের টি-২০ বিশ্বকাপেও দায়িত্ব পালনের কথা রয়েছে তার।
আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার ইস্যুতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আবেদনও জানানো হয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশ দল যদি নিরাপত্তা ইস্যুতে ভারত না যায়, তাহলে বাংলাদেশ আম্পায়ার সৈকত কি ভারতে যাবেন? আইসিসির এলিট প্যানেলের সদস্য হওয়ায় সৈকতের ভারতে যাওয়া- না যাওয়ার ব্যাপারটি পুরোপুরি আইসিসির ওপর নির্ভর করছে। আইসিসি চাইলে বিসিবি এই ক্ষেত্রে সৈকতকে বাঁধা দিতে পারবে না।
তবে শেষ পর্যন্ত দ্বন্দ্ব যদি আরও বেড়ে যায়, ভিসা জটিলতায় ভারতে নাও যাওয়া হতে পারে সৈকতের। এছাড়া বেশ কিছু সংবাদমাধ্যম বলছে, বিসিবির পক্ষ থেকে সৈকতকে ভারতে না যাওয়ার ব্যাপারে অনুরোধ করা হবে। যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরে যায়, তাহলে সৈকতের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আর কোন বাধাই থাকবে না।
বাংলাদেশ থেকে এবারের বিশ্বকাপে যাওয়ার কথা রয়েছে আরও দুইজন আম্পায়ারের। তবে বাংলাদেশ দলের মতো তাদেরকেও ভারতের মাটিতে ম্যাচ পরিচালনার জন্য পাঠাবে না বিসিবি, ধারণা করা হচ্ছে এমনটাই।