ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কার্যদিবস মূল্যসূচকের উত্থানের পর সোমবার (০৫ জানুয়ারি) পতন হয়েছে। সূচকের দরপতনের লেনদেন ৫০০ কোটির নীচে নেমে এসেছে।
সোমবার (০৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৫ পয়েন্টে। যা এর আগের শেষ তিন কার্যদিবসের উত্থানের মধ্যে রোববার (০৪ জানুয়ারি) ৫৫ পয়েন্ট, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৪ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসই-তে ৪৮৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৩৭ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫১ কোটি ৫৯ লাখ টাকা বা ১০ শতাংশ।
এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৩টির বা ৩৬.৭৬ শতাংশের। আর দর কমেছে ১৮৯টির বা ৪৮.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৭টির বা ১৪.৬৫ শতাংশের।
অপরদিকে সিএসই-তে সোমবার ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৬০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ১৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪০ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট বেড়েছিল।