চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রতিদিন দেড় থেকে দুই ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাচ্ছে। সেই সঙ্গে শুরু হয়েছে মাঝারি শৈত্য প্রবাহ। সকাল থেকে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। কুয়াশা না থাকলেও রয়েছে শীতের তীব্রতা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এ মৌসুমে এটা চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় মানুষের দূর্ভোগ বেড়ে গেছে। ঠান্ডা বাতাস, রাত থেকে পড়া ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আবহাওয়ায় চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে অসহায় হয়ে পড়েছে। জেলায় ৫ দিন ধরে সূর্যের দেখা নেই। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।