ঢাকা: ভবিষ্যৎ বাংলাদেশকে অতীতের পুনরাবৃত্তি থেকে রক্ষা করতে নির্বাচন কমিশনকে (ইসি) গণভোট ইস্যুতে মাঠে নামার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আইনশৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানান ড. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিগত সরকারগুলোর সময় জনগণের ভোটের তেমন কোনো প্রয়োজন ছিল না। এমনকি বর্তমানের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে স্পষ্ট কোনো অঙ্গীকার বা সদিচ্ছা দেখা যাচ্ছে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সাধারণ মানুষের মধ্যে গণভোটের ধারণা ও এর তাৎপর্য নিয়ে স্পষ্ট ধারণা নেই।
তিনি উল্লেখ করেন, জনগণকে সচেতন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক অধিকার আদায়ে সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এক সতর্কবার্তায় বলেন, গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত না হয়, তবে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে পারে।
তিনি বলেন, “গত ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও তাদের লুটপাট করা অঢেল সম্পদ এবং দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই শক্তিকে মোকাবিলা করতে হলে জনগণের ম্যান্ডেট বা গণভোটের কোনো বিকল্প নেই।