Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলন: ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত লিজা হত্যার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ২০:৪৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই রাজধানী ঢাকার শান্তিনগর এলাকায় ১৪ তলার একটি ফ্ল্যাটের বারান্দায় অবস্থানরত লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে নিহতের মামলার আসামি মাহতাব হোসেন রুদ্রকে (২৫) গ্রেফতার করেছে সিআইডি।

বুধবার (৭ জানুয়ারি) ভোর রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শান্তিনগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত লিজা আক্তার হত্যা মামলায় এক বছর পাঁচ মাস পর এক আসামি মাহতাব হোসেন রুদ্র (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরের রামেশ্বর শর্মা গ্রামে।

বিজ্ঞাপন

জসীম উদ্দিন খান বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই বিকাল ৫টায় রমনা থানাধীন শান্তিনগর মোড় ও সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় কানিফার টাওয়ারের ১৪ তলার একটি ফ্ল্যাটের বারান্দায় অবস্থানরত লিজা আক্তার গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়।

তিনি বলেন, এই ঘটনায় রমনা মডেল থানায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ১৪৩/১৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিষ্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ এর ৩/৪/৬ ধারায় মামলা করা হয়। ঘটনার দিন আসামি মাহতাব হোসেন রুদ্র স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান পপিসহ হেলমেট পরিহিত আওয়ামীপন্থী নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করে আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে অংশ নেন। ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর