Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে তৃতীয় দিনে ১৩১ আপিল আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ২০:৩০ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ২২:৩৪

-ছবি : সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে অংশগ্রহণের জন্য নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আরও ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে তিন দিনে আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।

‎বুধবার ৭ জানুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

‎এবার নির্বানে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী  থেকে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়েছে।

‎৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।

‎রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন নিচ্ছে সোমবার থেকে। প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় দিনে ১২২টি আবেদন হয়। ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ চলবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর