Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্যজীবী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৫

ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মৎস্যজীবী লীগের সাবেক সভাপতির নেতৃত্বে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্য সমিতির সভাপতি ও ইন্দুরকানী উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হামেদ জমাদ্দারের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, ‘স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল থেকেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ–সমর্থিত সংগঠনের সাবেক সভাপতির নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান সেই গণজোয়ারেরই বাস্তব প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কখনো আপোষের রাজনীতি করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ও আপসহীন। আজকের এই যোগদান আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।’

অনুষ্ঠান শেষে যোগদানকারী নেতাকর্মীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর