ঢাকা: চলতি মাসেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসে চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ শেষ হলে তারপর থেকে শুরু হবে সংশোধন কার্যক্রম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে। এ প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হবে। এরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করব আমরা।
উল্লেখ্য, নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে এবং নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে গত ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে এই সময়ে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে এনআইডি অনুবিভাগের মাধ্যমে কিছু সংশোধন সেবা চালু রাখা হয়েছিল।