বাগেরহাট: মোংলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি রেলপুলিশ দেখছেন।
নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল–মোংলা কমিউটার একটি যাত্রীবাহী ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়েন নওমী।
সংবাদ পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।