Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

বগুড়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে শহরের কলোনি সংগঠন কার্যালয়ে উর্দুভাষী জনগোষ্ঠীর বৃহত্তম সংগঠন এসপিজিআরসি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা, আনোয়ার হোসেন পলাশ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন এসপিজিআরসি জেলা শাখার কার্যকরী সভাপতি শাহ নেওয়াজ খান হিরু, সহ-সভাপতি আফজাল হোসেন, ওয়াসি আহম্মেদ চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আজগর, সাংগঠনিক সম্পাদক রানা, দফতর সম্পাদক হাসনাইন, সদস্য মো. কালাম, পারভেজ আলম, সেলিম, মো. তাসাওয়াদ, আইনুল, ইব্রার আলী ভুট্টু, আফরোজ আলম, রুস্তম আলী, সুলতানা বেগম, আজম, হান্নান সিদ্দিকীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শহরের কলোনি এলাকার ৭টি ক্যাম্পে বসবাসরতদের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এরআগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর